টানা বর্ষণে বেহাল দশা কলকাতার বেশির ভাগ রাস্তার। গত বছরেও বেহাল রাস্তার হাল ফেরাতে কলকাতা পুরসভা বেছে নিয়েছিল প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করার। তবে সে দাওয়াই কাজে লাগেনি বোঝা গেল বছর ঘুরতে না ঘুরতেই। বৃষ্টির জমা জলে ফের গর্ত বা খানাখন্দ বেরিয়ে কঙ্কালসার দশা সামনে এসেছে গত কয়েকদিনে। আর সেই কারণে এবার কলকাতা পুরসভার নয়া […]