উত্তমকুমারের অকাল প্রয়াণের পরে এক জোরালো ধাক্কা লাগে বাংলার মূলধারার সিনেমায়। তারই জেরে বিংশ শতাব্দীর আটের দশকের শেষ থেকেই বাংলা ছবির বাজারে সমান্তরাল ধারার ছবির প্রযোজক পাওয়ার সমস্যা বাড়ছিল। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষেও ভরতুকি দিয়ে ছবি করার প্রযোজনা ঝুঁকি নেওয়ার ক্ষেত্রেও উৎসাহ তেমনভাবে দেখা যাচ্ছিল না। শুধু তাই নয়, কম টাকায় আবেগপূর্ণ […]
Tag Archives: director
কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তছরুপের অভিযোগে বিধাননগর উত্তর থানার পুলিশ গ্রেফতার করল সল্টলেক সেক্টর ফাইভের একটি বেসরকারি সংস্থার ডিরেক্টরকে। বিধাননগর উত্তর থানার পুলিশ সূত্রে খবর, ধৃতেরনামসম্বরণচট্টোপাধ্যায়।মূলত তাঁর বিরুদ্ধে এই ঘটনায প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। বিধাননগর উত্তর থানার পুলিশ সূত্রে খবর, সম্বরণবাবুর বিরুদ্ধে অভিযোগ, সংস্থার কর্মীদের প্রফিডেন্ট ফান্ডের বিপুল অংকের টাকা তিনি তছরুপ করেন। প্রভিডেন্ট […]