Tag Archives: Due to low pressure and western monsoon

নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্জার জেরে উধাও শীত

কখনও রোদ, আবার কখনও মেঘ। কলকাতার আকাশে বিগত কয়েকদিন ধরে চলছে রোদ আর মেঘের লুকোচুরি খেলা। সঙ্গে যোগ হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। সঙ্গে দোসর আবার পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে ডিসেম্বরের শহর থেকে যেন আচমকা গা ঢাকা দিয়েছে শীত। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে এবার শীতের আশা খুব একটা নেই বাংলায়। উল্টে তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরের […]