Tag Archives: due to water accumulation

সামান্য বৃষ্টিতে জল জমে ভয়াবহ অবস্থা ৫৮ নম্বর ওয়ার্ডে

পার্থ রায়   সামান্য বৃষ্টি। কিন্তু তাতেই জল জমে ভয়াবহ অবস্থা ট্যাংরা এলাকার ৫৮ নম্বর ওয়ার্ডে। বাড়ির ভিতরে নোংরা জল ঢুকে বিপর্যস্ত জনজীবন। অভিযোগ, খাওয়ার জলের কলের ভিতরে নোংরা জল ঢুকে সেখান থেকে বেরাচ্ছে পোকা। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এলাকাবাসীরা জানান, ‘জল এক সপ্তাহ হয়েছে জমে রয়েছে। পুরসভায় বলেও কোনও কাজ হয় না। অভিযোগ […]

preload imagepreload image