দুর্গাপুজোতে মাতেন বাঙালির সব্বাই-ই। পুজোর আয়োজনের ক্ষেত্রেও প্রকারভেদন রয়েছে পুজো শুরুর প্রথম থেকেই। এখন এই পার্থক্য বড় চোখে পড়ার মতো। তবে দেবী দুর্গা তো জগজ্জননী। সবার কাছেই তিনি সমান। তবে এই পুজোর যাঁরা আয়োজন করে থাকেন তাঁদের একদলের হাতে রয়েছে বিপুল সম্পদ। এঁদের পুজোয় দেখা যায় প্রাচুর্যের ছড়াছড়ি। আর একদলের হাতে সে রকম অর্থ না […]