এমন একটা ফল হতে যাচ্ছে লর্ডসে তা মোটামুটি আঁচ করাই গিয়েছিল টেস্টের চতুর্থ দিনেই। তবে শেষ দিনে এই ম্যাচকে থ্রিলারের পর্যায়ে নিয়ে যান রবীন্দ্র জাদেজা। অথচ, টেস্ট সিরিজ় শুরুর আগে রবীন্দ্র জাডেজাকে দলে রাখা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। সোমবার সেই অভিজ্ঞ ক্রিকেটারই লড়ে গেলেন। তবু শেষরক্ষা হয়নি। তীরে এসে তরী ডুবল ভারতের। ২২ রানে […]