ফ্রান্স দূতাবাসের তরফ থেকে ঘোষণা করা হল ফ্রান্স ট্যুর -২০২৫-এর। যা আদতে একটি শিক্ষামূলক উদ্যোগ বলেই জানানো হয়েছে সংশ্লিষ্ট দূতাবাসের তরফ থেকে। আর এই শিক্ষামূলক উদ্যোগ ফিরছে চলতি বছরের অক্টোবর মাস থেকেই। এর ফলে ভারতের প্রধান চারটি শহরে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকেরাও ফ্রান্স বিশ্বামনের উচ্চশিক্ষার এক অতুলনীয় পরিবেশ অন্বেষণের সুযোগ পাবেন বলে মনে করছে […]