হেডিংলেতে হারলেও এজবাস্টনে জিতে দুরন্ত কামব্যাক করেছে ভারতীয় দল। এখন দুই দলেরই লক্ষ্য লর্ডস টেস্টে জিতে সিরিজ লিড নেওয়া। প্রথম একাদশে দু’দলেরই একটাটা করে পরিবর্তন। ৪ বছর পরে জাতীয় দলে কামব্যাক করেছেন তারকা পেসার জোফ্রা আর্চার। অন্যদিকে ভারতীয় দলেও ফিরছেন জশপ্রীত বুমরা। লর্ডসে গ্রিন টপ উইকেটে। সঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া। পিচে রয়েচে অসমান বাউন্সও। তাই দুই […]