মহার্ঘ বাঙালির প্রতিমুহূর্তের সাথী চাল। হু হু করে বাড়ছে দাম। এক ঝটকায় কেজি প্রতি চালের দাম বেড়েছে ১০ টাকা। মিনিকেট, রত্না, বাঁশকাঠি থেকে গোবিন্দ ভোগ- সব চালই এখন মহার্ঘ। চাল কিনতে এসে মাথায় হাত পড়ছে ক্রেতাদের। যেদিকে চালের দাম এগোচ্ছে, তাতে বাজার আরও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চালের এই দামের গ্রাফ শুধু কেবল কলকাতা […]