মেট্রোয় কাগজের কিউআর কোড নির্ভর টিকিট নিয়ে যাত্রীদের সমস্যা বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রে খুলছে না গেট। বিশেষত, মেট্রোর ব্লু-লাইনে। এর সঙ্গে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে পকেটে থাকা কাগজের টিকিট ভাঁজ হয়ে গেলে। কারণ, তখন তার কিউআর কোড আর ‘রিড’ করতে পারছে না মেট্রোর স্বয়ংক্রিয় গেট। এমনিতেই একাধিক স্টেশনে এই স্বয়ংক্রিয় গেট খোলার ক্ষেত্রে সমস্যা বহুদিনের। স্মার্ট কার্ড […]