Tag Archives: family of RG KAR victim

আরজি করের নির্যাতিতার পরিবারকে  ঘটনার অকুস্থল ঘুরে দেখতে দিতে নারাজ রাজ্য

আরজি কর–কাণ্ডে ঘটনার অকুস্থল ঘুরে দেখার আবেদন জানিয়েছে তিলোত্তমার পরিবার। সেই মামলার শুনানিতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারক অরিজিৎ মণ্ডল। তবে ঘটনাস্থল ঘুরে দেখার আবেদনে আপত্তি জানাল শিয়ালদহ আদালত। শুধু তাই নয়, একইসঙ্গে রাজ্যের তরফ থেকে এ আর্জিও জানানো হল এই ধরনের আবেদন খারিজ করার। অকুস্থল ঘুরে দেখার […]