৬৪ তম সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জুনিয়র বয়েজ বিভাগে চ্যাম্পিয়ন হল কেরলের ফারুক হায়ার সেকেন্ডারি স্কুল, কেরালা । তারা আমেনিটি পাবলিক স্কুল, সিবিএসই-কে ২-০ গোলে পরাজিত করে। ম্যাচটি নয়াদিল্লির আম্বেদকর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বিজয়ী দলের পক্ষে গোল করেন তাকহেলাম্বা (২০’) এবং আদিকৃষ্ণ (৬২’)। এয়ার চিফ মার্শাল এ.পি. সিং PVSM AVSM, চিফ অফ দ্য এয়ার […]