ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম, অ্যাক্সিস ব্যাংক, আজ লঞ্চ করল শিল্পক্ষেত্রের সর্বপ্রথম ফিচার – ‘লক এফডি’। এটা ডিজাইন করা হয়েছে ক্রমশ বেড়ে চলা ডিজিটাল ফ্রড থেকে গ্রাহকদের টার্ম ডিপোজিট বাঁচাতে। এই উদ্ভাবনীমূলক ফিচার ব্যাংকের মোবাইল অ্যাপ ‘ওপেন’-এ এবং সব শাখায় পাওয়া যাচ্ছে। এ দিয়ে গ্রাহকরা ফিক্সড ডিপোজিটগুলোর সময়ের আগেই বন্ধ হয়ে যাওয়া আটকাতে পারবেন […]