আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারীদের সম্মান জ্ঞাপনে সারা বিশ্ব জুড়ে হয়েছে নানা অনুষ্ঠান। এই বিশেষ দিনে নারীদের সম্মান জানাতে পিছিয়ে ছিল না বন্ধন ব্যাঙ্কও। এদিন ব্যাঙ্কের তরফ থেকে এই ব্যাঙ্কের তরফ থেকে মহিলা পর্বতারোহী পিয়ালি বসাককে বিশেষ সংবর্ধনা জানানো হয়। এরই পাশাপাশি এই ব্যাঙ্কের এমডি তথা সিইও পার্থ প্রতীম সেনগুপ্ত পর্বাতারোহী পিয়ালি বসাকের পরবর্তী অভিযানের […]