‘মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি’- আতংকের এই সংলাপ আজকের ভাষায় ‘কাল্ট’, তা তৈরি হয়েছিল তপন সিনহার হাতেই। বৈচিত্রই তপন সিংহের প্রতিশব্দ। তিনি রবীন্দ্রনাথেও আছেন, সুনীল গঙ্গোপাধ্যায়েও। শরদিন্দুতে, আবার শংকরেও। বনফুলে যেমন, গৌরকিশোরেও। আবার খবর কাগজের রিপোর্টিং থেকেও তুলে নিয়েছেন ছবির বিষয়। ‘বোরিং’ হতে চাননি কখনও। তাঁর ‘দু’টি হাতের একটি হয়তো সব সময় কোয়ালিটির সন্ধান করে […]