এনআরএস হাসপাতালকে আট কোটি টাকা জরিমানার হুঁশিয়ারি দিল এনএমসি। ডাক্তারি পড়াশোনার মান নিয়ে এনআরএস’কে শো-কজ করেছে এনএমসি। সূত্রে খবর, এনআরএস-এর কাছে আট বিষয় উল্লেখ করে যথাযথ তার উত্তর জানতে চাওয়া হয়েছে। উত্তর সন্তোষজনক না হলে, দিতে হবে জরিমানা বাবদ আট কোটি টাকা। সূত্রে জানা যাচ্ছে, এনএমসি-র চিঠিতে উল্লেখ করা আছে, এনআরএসের ২০টি বিভাগের মধ্যে ১৮টি […]