রবিবার রাত পোহালেই ২১ জুলাই শহিদ স্মরণ দিবস।ইতিমধ্যেই সেজে উঠেছে তৃণমূল কংগ্রেসের একুশের মঞ্চ।এরই পাশাপাশি জেলা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এসে পড়েছেন কলকাতায়।মূলত উত্তরবঙ্গের জেলা থেকেই এসেছেন এই তৃণমূলের কর্মীসমর্থকেরা। এদিকে ২১ জুলাইয়ের সমাবেশে উত্তরের জেলা থেকে রেকর্ড জমায়েত করার টার্গেট তৃণমূলের। লোকসভা ভোটের ফলে উত্তরের জমি ‘শক্ত’ হয়েছে। কোচবিহার আসন জয় করেছে তারা৷ বাকি […]