Tag Archives: forced small entrepreneurs

আইআইএফএল গোল্ড লোনের উপর আরবিআই নিষেধাজ্ঞার জেরে ক্ষুদ্র উদ্যোক্তারা বাধ্য হলেন মহাজনদের কাছে যেতে

আইআইএফএল ফাইন্যান্সের সোনার ঋণ ব্যবসার উপর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) সাম্প্রতিক নিষেধাজ্ঞা জারি করেছে। যার জেরে পশ্চিমবঙ্গের অনেক ছোট উদ্যোক্তা পড়েছেন মারাত্মক সমস্যায়। কারণ,  তাঁরা বার্ষিক ৬০ শতাংশ পর্যন্ত সুদের হারে মহাজনদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছেন। এক্ষেত্রে আইআইএফএল ফাইন্যান্স, যেটি ষাট লক্ষ গ্রাহকদের পরিষেবা দেওয়ার কথা দাবি করে। যেখানেপ্রাথমিকভাবে ব্যাঙ্কবিহীন এবং আন্ডারব্যাঙ্কড সেগমেন্টের […]