বিভিন্ন অটো মালিকদের ‘ডকুমেন্টস’ জালিয়াতি করে লক্ষাধিক টাকার লোনের অভিযোগ। এ অভিযোগে এও জানানো হয়েছে, অটোর মালিক প্রথমে এক ব্যক্তির কাছে তাঁর অটোটি বিক্রি করে এবং তারপর দ্বিতীয় যে মালিক, তিনি আবার তৃতীয় এক ব্যক্তিকে সেই অটোটি বিক্রি করেন। অটো তৃতীয় মালিক যখন নিজের নামে অটোর কাগজপত্র করতে চান, তখন মালিকের সমস্ত ‘ডকুমেন্টস’ ব্রোকারের হাতে […]