রান্নাঘর থেকে বইয়ের তাক, জানলার কোণা থেকে ঘরের আনাচে-কানাচে, অতিরিক্ত গরমে সারা বাড়িতে পিঁপড়ের উপদ্রবে নাজেহাল অবস্থা হয় অনেকেরই। পিঁপড়ের উপদ্রব এড়াতে বাজারচলতি ওষুধ দিতেই পারেন। কিন্তু তাতে আবার আছে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যা পিঁপড়ে তাড়াতে গিয়ে নতুন কোনও বিপদ ডেকে আনতে পারে। তবে এসব ঝামেলার মধ্য়ে না গিয়ে ঘরোয়া কয়েকটি জিনিসেই রেহাই মেলে পিঁপড়ের […]