বাংলায় এসে অস্বাভাবিক মৃত্যু হল এক জার্মান পর্যটকের। এই জর্মান পর্যটকের নাম রিচার্ড কার্ল ম্যাক্স। সূত্রের খবর, হাওড়ার বি গার্ডেন থেকে স্পেশ্যাল ক্রুজে বুধবার উত্তরপ্রদেশের বেনারস যাওয়ার কথা ছিল বেশ কয়েকজন জার্মান পর্যটকের। এই দলেই ছিলেন ৯১ বছরের রিচার্ড কার্ল ম্যাক্স। তার আগেই ঘটে যায় অঘটন। আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই বিদেশি পর্যটক। দ্রুত তাঁকে […]