উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্রে বড় ভুল। কারণ, ‘তাজমহল’ এর জায়গায় লেখা হয়েছে ‘তাজমজল’। প্রশ্নপত্র ছাপানো ভুলের জেরেই বিভ্রান্তি বলে জানানো হল শিক্ষা সংসদের তরফ থেকে। এই প্রশ্নপত্রের উত্তরে পূর্ণ নম্বরই দেওয়া হবে ছাত্রছাত্রীদের, জানাল শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ইংরেজি প্রশ্নপত্রের ৫ এ (২) নম্বর প্রশ্নের এই ভুলের জেরে পূর্ণ নম্বর দেওয়ার […]