Tag Archives: going on in parliament

মণিপুর নিয়ে কোন ধারায় আলোচনা, তা নিয়ে চলছে টানাপোড়েন

বাদল অধিবেশনের প্রথম দু’দিন কোনও কাজ না হয়েই মুলতুবি হয়ে যায় দুই কক্ষের অধিবেশনই। কারণ সেই মণিপুর। সরকার ও বিরোধী, দু’পক্ষই মণিপুর নিয়ে আলোচনা চায়, কিন্তু ২৬৭ ধারা না কি ১৭৬ ধারা, কীসে হবে আলোচনা, তা নিয়ে চলছে টানাপোড়েন। বিরোধীদের দাবি, ২৬৭ ধারায় আলোচনা করতে হবে। অর্থাৎ যে ধারায় স্পিকার ও চেয়ারম্যানের অনুমতির মাধ্যমে অন্য […]