এখনও মেটেনি সমস্যা। সূত্রের খবর, লোহার বিম দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে বাঘাযতীনের হেলে পড়া ওই আবাসনকে। ভেঙে যাওয়া পিলারের গোড়ার রডে ঝালাই করে বিল্ডিং এর পাশে সরে যাওয়াকে ঠেকানো হচ্ছে। তবে এই সাপোর্টের জন্য প্রয়োজন আরও লোহার বিম। কিন্তু সামনে রাস্তা সরু হবার জন্য ঠিকঠাক মত যন্ত্রপাতি নিয়ে কাজ করা যাচ্ছে না। ফলে বাড়ি ভাঙার […]