সরকারি প্রকল্পের বিপুল টাকা হাতানোর অভিযোগে এক সরকারি আধিকারিককে গ্রেপ্তার করল রাজ্যের দুর্নীতি দমন শাখা। পুলিশসূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম তপনকুমারঘোষ।তপনবাবু মালদহের হবিবপুরে শ্রম দপ্তরের ইন্সপেক্টর পদে ছিলেন। বর্তমানে অবশ্য তিনি ছিলেন অন্য জেলায় একইদ প্তরের ইন্সপেক্টর পদে। এদিকে তাঁর বিরুদ্ধে প্রায় ২০ লক্ষ টাকা তছরুপে রঅভিযোগ রয়েছে বলেই সূত্রে খবর। এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার […]