এবার সরকারির স্বীকৃতি পেতে চলেছেন হকারেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ প্রকাশের পরই এমনই এক বড় সিদ্ধান্ত প্রশাসনের। সূত্রে এ খবরও মিলছে, ইদের ঠিক পরেই হকারদের দেওয়া হবে সরকারি স্বীকৃতি। সূত্রে খবর, আপাতত কলকাতা শহরের ৮৭৭০ জন হকারকে বৈধ পরিচিতি পত্র দেওয়া হবে। কলকাতা পুরসভা ও টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত। হকার নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগের […]