Tag Archives: government’s action

বনাঞ্চল নিয়ে সরকারের কী পদক্ষেপ তা নিয়ে বিধানসভায় উঠল প্রশ্ন

দূষণ বাড়ছে পরিবেশে। যার জেরে বাড়ছে উত্তাপও। কিন্তু গাছ লাগানো নিয়ে বিধায়কদের ভূমিকা কতটা, তা এবার প্রশ্নের মুখে। খোদ বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এই প্রসঙ্গে বুধবার জানান, গা ছাড়া মনোভাব রয়েছে অনেক বিধায়কেরই। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বেশ হতাশার সুরে বলেন, গতবছর প্রত্যেক বিধায়ককে এক হাজার চারা দেওয়ার কথা ছিল। কিন্তু গুটিকয়েক বিধায়ক […]