আনন্দপুরে এক গেস্ট হাউস থেকে বাদশাহ–গ্যাংয়ের সঙ্গে পুলিশের হাতে ধরা পড়েছেন এক মহিলাও। আর এই মহিলার পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম আলপনা।তবে বড় প্রশ্নচিহ্ন রয়েছে এই আলপনার পরিচয় নিয়ে। আনন্দপুর গেস্ট হাউসে কী করছিলেন তিনি বা যে অপারেশন বিহারে হয়েছিল তার সঙ্গে কোনওভাবে তিনি জড়িত কি না তা নিয়ে […]