Tag Archives: hang till death

চিৎপুর জোড়া খুনে ফাঁসির সাজা শিয়ালদহ আদালতের

চিৎপুর জোড়া খুনে সাজা ঘোষণা  শিয়ালদহ আদালতের। বুধবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস ফাঁসির সাজা ঘোষণা করেন। প্রসঙ্গত, দশ বছর আগে ২০১৫ সালের ১৫ জুলাই নিজের বাড়িতে খুন হন স্বামী–স্ত্রী, প্রাণ গোবিন্দ দাস ও রেণুকা দাস। লোহার রড দিয়ে মাথায় একাধিক বার আঘাত করে খুন করা হয়েছিল এই দম্পতিকে। পেশায় শিক্ষক ছিলেন গোবিন্দবাবু। এই ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় ওই বাড়ির পরিচারক সঞ্জয় সেন ওরফে বাপ্পাকে। পুলিশি তদন্তে উঠে আসে, সোনার গয়না ও টাকা লুঠের উদ্দেশ্যে স্বামী–স্ত্রীকে খুন করেছিল পরিচারক সঞ্জয়।  […]