Tag Archives: heats up

এবিভিপির বিকাশ ভবন অভিযান ঘিরে তপ্ত বিধাননগর

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পর রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। সেই পরিকল্পনা মতোই শুক্রবার বিকাশভবন অভিযান করে এবিভিপি। মিছিল করে ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করতেই ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে। এর পরই ব্যারিকেডের উপর উঠে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির ছাত্রযুব সংগঠনের সদস্যরা। এরপরই মহিলা এবিভিপি সদস্যদের টেনে–হিঁচড়ে ভ্যানে তোলে পুলিশ। অন্যদিকে বিজেপির তরফে […]