সংঘ প্রধানের সভা ঘিরে তৈরি হয়েছিল হাজারও জটিলতা। জল গড়ায় আদালত পর্যন্তও। রবিবার হাইকোর্টের বেধে দেওয়া নির্ধারিত সময় বেলা ১১ টাতেই শুরু পূর্ব বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সভা শুরু হয়। সভার শুরুতেই ভগবত বোঝান ‘ভারত’ ভূখণ্ডের মাহাত্ম্য। ভগবতের কথায়, ‘ভারতের একটা স্বভাব রয়েছে। ওই স্বভাবের সঙ্গে আমরা যাঁরা থাকতে পারব না, এরকমটা যাঁর […]

