যাদবপুরকাণ্ডের প্রতিবাদে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছিল বামপন্থী সংগঠনগুলো। এদিকে সেদিনই মেদিনীপুরের কোতোয়ালি থানার লকআপে ঘটে যায় নৃশংস ঘটনা। প্রতিবাদে সামিল হওয়ায় এআইডিএসও-র মহিলা সদস্যের ওপর সামনে এল অকথ্য অত্যাচারের অভিযোগ। এআইডিএসও-র মহিলা সদস্য জানান, তাঁকে মোমের ছ্যাঁকা দেওয়ার সঙ্গে চুল ধরে শূন্যে উঁচু করে পায়ের তলায় দেওয়া হয় মার। চটুল বলিউডি গান চালিয়ে নাচতে বলে […]