কলকাতা ফুটবল লিগের মোহনবাগান বনাম রেলওয়ে এফসি ম্যাচে জয পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে এদিনের এই ম্যাচ নিয়ে তৈরি হল বিতর্ক। বিতর্কের কেন্দ্রবিন্দুতে আইএফএ–এর ভূমিকা।ম্যাচে গুরুতর চোট পাওয়া তারক হেমব্রমের শুশ্রুষা চলল পায়ের দুই পাশে ছাতা বেঁধে। যা নিয়ে উত্তাল ময়দান। ম্যাচের ৩৫ মিনিটে মার্শাল কিষ্কুর ট্যাকলে চোট পেয়ে গুরুতর আহত হন বাংলা দলের প্রাক্তন […]

