শীর্ষ আদালতের নির্দেশ ছিল যৌন নির্যাতনের ঘটনায় নির্যাতিতার নাম কোনও মতেই কোথাও প্রকাশ করা যাবে না। এমনকি,পকসো আইনের মামলাতেও অভিযোগপত্র,এফআইআর নথি অথবা শারীরিক পরীক্ষার রিপোর্টের কোথাও-ই নির্যাতিতা নাবালিকার নাম রাখা যাবে না। এই প্রসঙ্গে শূর্ষ আদালতের নির্দেশ ছিল,তদন্তকারী আধিকারিকরা এফআইআর কিংবা চার্জশিটে নির্যাতিতার নাম উল্লেখ করতে পারবেন না। মামলা সংক্রান্ত নথি সংরক্ষণের সময়ে মুখবন্ধ খামে […]