হাওড়ায় বন্ধ ফ্ল্যাট থেকে একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার। হাওড়ার জগাছা থানা এলাকায় মঙ্গলবার একটি ফ্ল্যাট থেকে দেহগুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, বাবা, মা ও ছেলের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন বলরাম খাঁ (৬৬), শেলি খাঁ (৫৪) ও সমব্রিত খাঁ (৩২)। প্রাথমিক অনুমান, বাবা–মাওছেলেবিষখেয়েআত্মঘাতীহয়েছেন।তবে ঘটনারতদন্তশুরুকরেছে পুলিশ। এই প্রসঙ্গে স্থানীয়রা জানান, একটি অ্যাপার্টমেন্টের […]
Tag Archives: in HOWRAH
প্রসূন বন্দ্যোপাধ্যায় ৬৮,৪২২ ভোটে এগিয়ে এআইটিসি ডাঃ রথীন চক্রবর্তী বিজেপি সব্যসাচী চট্টোপাধ্যায় সিপিআইএম