পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের চর-কেন্দেমারি গ্রামের তপশিলিজাতিভুক্ত গৃহবধূ অতসী মাইতি তাঁর বাড়ির পুকুরে মাছ চাষের সঙ্গে সঙ্গে পুকুরে ভাসমান বাক্সতে কাঁকড়া চাষ করছেন। আর এই কাঁকড়াই রপ্তানি করা হচ্ছে চিন, সিঙ্গাপুর, মার্কিনযুক্ত রাষ্ট্রের মতো বিদেশি বাজারে। এখানে একটা কথা বলতেই হয়, মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করেছেন অতসী। অন্যান্য গৃহিনীদের মতো গৃহকর্মেও নিপুনা। সঙ্গে […]