১২ মার্চ, ২০২৫ বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি. ভি. আনন্দ বসু সশস্ত্র সীমা বলের (এসএসবি)-র ৪১তম ব্যাটেলিয়নের শিলিগুড়ি সীমান্ত সদর দফতরের অধীনে ভারত-নেপাল সীমান্তে মোতায়েন রানিডাঙ্গার অপারেশনাল এলাকা পরিদর্শন করেন। এদিনের এই সফরে রাজ্যপাল প্রথমে পানিট্যাঙ্কি সীমান্ত চৌকি-র নিচে পুরনো মেচি সেতু পরিদর্শন করেন। এদি্ন শিলিগুড়ি সীমান্তের ইনস্পেক্টর জেনারেল সুধীর কুমার ভারত-নেপাল সীমান্ত নিয়ে রাজ্যপাল […]