Tag Archives: Indian Girls

প্রথম খো-খো চ্যাম্পিয়ান ভারতের মেয়েরা

প্রথম খো খো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা। ফাইনালে তারা হারাল প্রতিবেশী দেশ নেপালকে। প্রথম টার্নেই ভারত এগিয়ে যায় ৩৪-০ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে অবশ্য পালটা লড়াই করে নেপাল। কিন্তু প্রিয়াঙ্কা ইঙ্গলে, বৈষ্ণবী পাওয়ারদের গতি ও ক্ষিপ্রতার কাছে হার মানতে হয় নেপালকে। চার রাউন্ডের লড়াই শেষে নয়া দিল্লির ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে ৭৮-৪০ ব্যবধানে প্রথম খো খো […]