বিষাদ বার্তা এলো ২০২৪-এর একেবারে শেষ লগ্নে। শিক্ষাবিদ, আমলা থেকে রাজনীতিবিদ অনেক পরিচয়ই আছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। কম কথা বলতেন, কাজ করতেন অন্যদের থেকে অনেক বেশি। তাঁর আমলেই বোনা হয় ভারতের আর্থিক উন্নয়নের বীজ। দেশের অর্থনীতির দশা বদলাতে দিশা বাতলে দেন তিনি।তবে ভারত তাঁকে সবথেকে বেশি মনে রাখবে ‘সংস্কারক’ হিসেবে। অর্থমন্ত্রী হিসেবে ১৯৯১ […]