সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চও জানিয়ে দিয়েছে, কারা যোগ্য, কারা অযোগ্য এটা বাছাই করা সম্ভব নয়। তাই ২০১৬ সালের এসএসসি–র গোটা প্যানেলই বাতিল করার হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি এসেছে একগুচ্ছ নির্দেশও ৷ সুপ্রিম রায়ে জানানো হয়েছে, কাদের গত বছরের বেতন সুদ–সহ ফেরত দিতে হবে, আর কাদের নয় ৷ জানানো হয়েছে, চাকরি বাতিল […]