আটলান্টা, জর্জিয়া ও কলকাতা, ইন্ডিয়া – মার্চ ১৮, ২০২৫ – সিকোয়েনশিয়াল টেকনোলজি ইন্টারন্যাশনাল LLC (STI)-এর মালিক হল গ্রাহক অভিজ্ঞতা (CX) সমাধান প্রদানে যুক্ত ফিউশন CX। সিকোয়েনশিয়াল টেকনোলজি ইন্টারন্যাশনাল LLC হল টেলিকম ও ইউটিলিটিজ শিল্পক্ষেত্রকে CX পরিষেবা প্রদানকারী সংস্থা। এই দখলের ফলে বাজারে ফিউশন CX-এর অবস্থান আরও শক্তিশালী হল বলেই দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। […]