মানব আচরণের এক গুরুত্বপূর্ণ বিষয় যা স্ট্রেস প্রতিক্রিয়া। যেখানে সেরোটনিন ও ডোপামাইন,এই দুটি রাসায়নিক মনের চাপে একই সাথে কাজ করে। খুব সহজ ভাষায় বললে এই দুটি হল হরমোন। তবে এই দুটির মধ্যে একটা অদ্ভুত যোগাযোগও রযেছে যেমন, সেরোটনিন বাড়লে ডোপামাইন কমে। আর তার ঠিক উল্টো ব্যাপারটা হল, সেরোটনিন কমলে ডোপামাইন বাড়ে।আর এই সেরোটনিন ও ডোপামাইন […]