বিধাননগরে বেআইনি হোর্ডিংয়ের বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। এদিকে বাস্তবে ছবিটা বড়ই উল্টো। সরকারি নথি বলছে, বছরে ২০ লাখও আয় নেই। আর এই তথ্যকে সামনে রেখেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলাকারীর দাবি, পুরনিগমের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩০টি হোর্ডিং সরকারি ভাবে থাকার কথা। কিন্তু বাস্তবে এমন হোর্ডিংয়ের সংখ্যা অন্তত ৭৫০। এই বিপুল পরিমাণ ‘বাড়তি’ হোর্ডিং কারা […]