মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের পুলিশ সুপারকে বদল করল নবান্ন। শুক্রবার এব্যাপারে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে ছিলেন সূর্যপ্রতাপ যাদব। তাঁকে পাঠানো হল কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের দায়িত্বে। একইভাবে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায়কে সালুয়া ইএফআরের থার্ড ব্যাটেলিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবর্তে রাণাঘাটের এসপি কুমার সুন্নি রাজকে মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে পাঠানো […]