‘কাকু’ আর ‘জ্যেঠু’-দের দাপটে চরম অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বহুদিন ধরে সংবাদ শিরোনামে ‘কালীঘাটের কাকু’। এবার বঙ্গ রাজনীতিতে তুমুল আলোড়ন তোলা কসবা গণধর্ষণের ঘটনায় সামনে এলেন এক জ্যেঠু। কসবা কলেজের নিরাপত্তারক্ষী থেকে শুরু করে অনেকের মুখেই শোনা গেছে এই ‘জ্যেঠু’-র কথা। কিন্তু এই জ্যেঠু কে তা নিয়ে ছিল একটা ধোঁয়াশা। এদিকে কসবা তদন্তের […]