শরতে যে দুর্গোৎসবে মাতে বঙ্গবাসী তার শুরু শ্রী রামচন্দ্রের হাতে, এমনটাই কথিত আছে। লঙ্কেশরাজ রাবণের বিরুদ্ধে যুদ্ধযাত্রার প্রাককালে দেবীর আরাধনায় বসেন শ্রী রামচন্দ্র। কারণ, এই যুদ্ধে জিততে হলে দেবীর আশীর্বাদ যে প্রয়োজন তা জানতেন রাঘব। আর সেই কারণে এই শরতে দেবদেবীরা শয়নে থাকলেও দেবীকে উত্থিত করতে আয়োজন করেন এই পুজোর। তবে দেবী দুর্গা রামচন্দ্রের এই […]