Tag Archives: Kumar Mangalam Birla

লন্ডন বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে-তে কুমার মঙ্গলম বিড়লার সম্মাননা

আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা লন্ডন বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে উপলক্ষে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স (ইকনমিক্স) ডিগ্রি অর্জন করেছেন। রয়্যাল হাইনেস প্রিন্সেস অ্যান, দ্য প্রিন্সেস রয়্যাল তাঁর হাতে এই সম্মান তুলে দেন। এই বছর আরও চারজন বিশিষ্ট ব্যক্তিত্ব—প্রফেসর স্যার হিলারি বেকল্‌স, স্যার টেরি ওয়েট, সুজান্না স্কোফিল্ড এমবিই এবং রেভারেন্ড ফিলিপ গফ—সম্মানসূচক ডিগ্রি ও ফেলোশিপে […]