যিনি কোনওদিন বক্স অফিসের কথা ভেবে ছবি করেননি। আপোস করেননি তাঁর বোধ বা শিল্পীসত্তার সঙ্গে। যাঁর পাণ্ডিত্য ও মার্জিত রুচির ছাপ থাকত তাঁর সৃষ্টিতে। বলিউডি ঘরানার পরিচালক না হলেও বলিউডের সমস্ত পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের কাছে যিনি ছিলেন অত্যন্ত সম্মানীয়, তিনিই কুমার সাহানি। কুমার সাহানির জন্ম ১৯৪০ সালে অবিভক্ত ভারতের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়, বর্তমানে […]