Tag Archives: Kunar Hembram

দল ছাড়লেন ঝা়ড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রেম

২০২৪ লোকসভা নির্বাচনের আগে ফের ধাক্কা গেরুয়া শিবিরে। এবার সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ার আগেই চিঠি দিয়ে দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। ব্যক্তিগত কারণেই তিনি দল ছাড়লেন বলে জানিয়েছেন কুনার। আর লোকসভা ভোটের আগে এই ঘোষণায় নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সত্যিই ব্যক্তিগত কারণ, নাকি অভিমান, বা অন্য কোনও কারণে তিনি দল ছাড়লেন তা […]

preload imagepreload image