সংস্কার হচ্ছে না সল্টলেকের অন্যতম জনপ্রিয় জিডি মার্কেটে। ফলে তার জেরে খসে পড়েছে সিমেন্টের আস্তরণ। দাঁত বের করে বেরিয়ে রডগুলো। বহু দিন পড়েনি রঙের প্রলেপ। এদিকে সব মিলিয়ে এই মার্কেটে ৮৪টি দোকান রয়েছে। মার্কেটের শুধু বাইরের নয়, ভিতরের অবস্থাও তথৈবচ। ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছেন, ছাদ থেকে মাঝেমধ্যেই কংক্রিটের টুকরো ভেঙে পড়ে। অবস্থা সবচেয়ে খারাপ শৌচালয়ের।দীর্ঘদিন ধরে […]